মোঃআজিজুর রহমান, হাতিয়া হতে-
নোয়াখালী জেলার আওতাধীন হাতিয়া উপজেলা পৌরসভা নির্বাচন অনুষ্টিত হয় ৩০/০১/২০২১ইং রোজ শনিবার। সকাল ৮ঃ০০টা থেকে ভোট গ্রহণ শুরু করে বিকাল ৪ঃ০০টায় শেষ হয়। ভোট গননা শেষে প্রায় রাত ৯ঃ০০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। মোট ভোটার সংখ্যা ৩২৩২৯ জন।
মেয়র পদে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দিতা করেন কে,এম ওবায়েদ উল্ল্যাহ।তিনি মোট ভোট পান ১৬৯৯৮ টি।
ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ আবদুর রহিম। তিনি ভোট পান ২৮৫৫ টি।
মোট ভোট সংগ্রহ হয় ২০৩৭১ টি।
১৪১৪৩ ভোট বেশী পেয়ে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন, কে,এম ওবায়েদ উল্যাহ।
মহিলা সংরক্ষিত ০১ আসনে বিজয়ী হয়েছেন মনোয়ারা বেগম আনারস প্রতীক নিয়ে।তিনি মোট ভোট পেয়েছেন ৩৪৭৮ টি।তার নিকটতম প্রার্থী রোজিনা আক্তার পেয়েছেন ২৫৩৭ টি ভোট।
মহিলা সংরক্ষিত ০২ আসনে বিজয়ী হয়েছেন সুফিয়া বেগম আনারস প্রতীক নিয়ে। তিনি মোট ভোট পেয়েছেন ৩১৪৫ টি।তার নিকটতম প্রাথী ফেরদৌসী বেগম পেয়েছেন ১৪৯৬ টি ভোট।
সাধারণ ওয়ার্ড ০১ আসনে মোট প্রার্থীর সংখ্যা ১১ জন।ফাইল কেবিনেট প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ আবদুল করিম।তিনি মোট ভোট পেয়েছেন ৭১৯ টি।তার নিকটতম প্রার্থী মোঃ আসাদুস জামান পেয়েছেন ৬৭৮ টি ভোট।
সাধারণ ওয়ার্ড ০২ আসনে মোট প্রার্থীর সংখ্যা ০৪ জন।উট পাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ ফজলুল করিম।তিনি মোট ভোট পেয়েছেন ৯৫৯ টি।তার নিকটতম প্রার্থী আবদুস সামাদ আহাম্মদ পেয়েছেন ২৮৪ টি ভোট।
সাধারণ ওয়ার্ড ০৩ আসনে মোট প্রার্থীর সংখ্যা ০৮ জন।ডালিম প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ রহমত উল্যাহ।তিনি মোট ভোট পেয়েছেন ৭৯৩ টি।তার নিকটতম প্রার্থী খোন্দকার মোঃ আবু ছায়েদ পেয়েছেন ৬৩৫ টি ভোট।
সাধারণ ওয়ার্ড ০৪ আসনে মোট প্রার্থীর সংখ্যা ০৩ জন।পানির বোতল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আহছান উদ্দিন। তিনি মোট ভোট পেয়েছেন ১২৬৫ টি।তার নিকটতম প্রার্থী মোবাশ্বর আহমদ পেয়েছেন ১৩৯ টি ভোট।
সাধারণ ওয়ার্ড ০৫ আসনে মোট প্রার্থীর সংখ্যা ০২ জন।উটপাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মনির উদ্দিন। তিনি মোট ভোট পেয়েছেন ৩১৬১ টি। তার নিকটতম প্রার্থী মোহাম্মদ সিরাজ উদ্দিন পেয়েছেন ৫৯ টি ভোট।
সাধারণ ওয়ার্ড ০৬ আসনে মোট প্রার্থীর সংখ্যা ০৪ জন।পানির বোতল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ মাইন উদ্দিন। তিনি মোট ভোট পেয়েছেন ১১৫০ টি।তার নিকটতম প্রার্থী ফজলুল করিম পেয়েছেন ৪৭ টি ভোট।
সাধারণ ওয়ার্ড ০৭ আসনে মোট প্রার্থীর সংখ্যা ০২ জন।উট পাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন দিদারুল ইসলাম খান। তিনি মোট ভোট পেয়েছেন ১৫০৫ টি।তার নিকটতম প্রার্থী আকরাম হোসেন পেয়েছেন ২৫৮ টি ভোট।
সাধারণ ওয়ার্ড ০৮ আসনে মোট প্রার্থীর সংখ্যা ০৮ জন।ব্রীজ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ আলী সাহাব উদ্দিন। তিনি মোট ভোট পেয়েছেন ১৮১০ টি।তার নিকটতম প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৮৬ টি ভোট।