ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৩ নং কুশনা ইউনিয়নের ইকড়া গ্রামে পৃর্ব শত্রুতার জেরে হামলার শিকার হয়েছে বাবা- ছেলে। বাদী মোঃ ইকবাল হোসেনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন। শনিবার (৬ মার্চ) বিকাল ৫ টার সময় আমি ইকড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছি লাম। পিছন থেকে আবু বকর পিতা-মৃত তোরাব আলী, জব্বারুল ইসলাম পিতা শওকত আলী, শওকত আলী পিতা- মৃত অজ্ঞাত, অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন আমি গালিগালাজের প্রতিবাদ করলে আমার মারধোর শুরু করে দেয়।কিল, ঘুষি,লাথি মেরে আমার জখম করে, আমার চিৎকার শুনে আমার ছেলে রিপন হোসেন(২০) আমাকে ঠেকাইতে আসিলে ওদের হাতে থাকা লাঠি দিয়ে। আমার ছেলেকে নাকে, হাতে,মুখে ও পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমাদের ডাক চিৎকারের আওয়াজ শুনে লোকজন আসলে তারা বিভিন্ন হুমকি প্রদান করে চলে যায়। মারপিটের কারনে আমি সহ আমার ছেলের শরীরিক অবস্থা খারাপ হওয়ার কারনে,
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি।এবং আমি বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ পত্র দায়ের করি। এবিষয়ে গুড়পাড়া ফাঁড়ির তদন্ত এস আই মোঃ ডাবলু মিয়ার কাছে জানতে চাইলে এস আই বলেন আমি অভিযোগের কাগজ কোর্টে পাঠিয়েছে কোর্ট থেকে আসলে তদন্ত করে অপরাধীকে বিচারের আওতায় আনা হবে।