মোঃ জাহিদুল ইসলাম
হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃইসমাঈল হোসেন আখনের সমর্থনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ মার্চ বিকেল ৪ টায় উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ওয়ারিশ ভূইয়া বাড়ি জামে মসজিদ মাঠে আলহাজ্ব মোঃ জমিদ হোসেন বেপারীর সভাপতিত্বে ও স্থানীয় মোঃ সাকিল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলগী উত্তর ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃইসমাঈল হোসেন আখন। মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড় আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ কাদের দেওয়ান,২নং আলগী উত্তর ইউনিয়ন মৎস জিবীলীগের যুগ্ন আহবায়ক মোঃ শাহজান মাল,স্থানীয় মোঃ নূরুল ইসলাম অভি,মোঃ নান্নু হোসেন নয়ন।
এসময় উপস্থিত ছিলেন,মোঃ মনতাজ উদ্দিন বেপপারী,লতিফ বেপারী,মন্টু পেদা,ছানাউল্লাহ বেপারী, ৭নং ওয়ার্ডের সর্ব সাধারনের একাংশ।