আসমাউল হুসনা, চকরিয়াঃ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার ৯ ই এপ্রিল দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এর কোনো বিকল্প নেই।
এর আগে, শুক্রবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, দেশে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে।লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সেইসঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা।এমন অবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে চিন্তা-ভাবনা করছে।চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে করছেন না সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।অপর দিকে, অন্তত দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরামর্শক কমিটি।