আবুল কালাম, ফেনী থেকে:-
ফেনী পরশুরাম উপজেলা মির্জানগর ইউনিয়নের নির্মান শ্রমিক মিলনের টুকরো টুকরো লাশ পাওয়া গেল নিখোঁজ হওয়ার ২৭ দিন পর বাড়ির পাশে ভারতীয় সীমান্তবর্তী এলাকায়।
মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের নির্মাণ শ্রমিক এয়াছিন’ লাশ রবিবার দুপুরে উদ্বার করা হয়েছে।
এয়াছিনকে হত্যার পর ভারত সীমান্তের কাঁটাতারের পাশে মাটিচাপা দিয়ে লাশ গুম করে হত্যাকারীরা।
নিখোঁজের পর এ ব্যাপারে পরশুরাম থানায় জিডি করলেও পুলিশের কোন তৎপরতা না থাকায় ইয়াছিনের পরিবার ডিবি কার্যালয়ে অভিযোগ করেছিলেন।
ডিবি পুলিশ জিডির রেফারেন্সে ঘটনার তদন্ত করে এবং একজনকে আটক করে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর দেয়া তথ্যমতে রবিবার ইয়াছিনের লাশ উদ্বার করে।