ঢাকাশুক্রবার , ২৫ জুন ২০২১
২২শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ ৫ই জুন ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আলোচিত সংবাদ
  5. ক্রিকেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. জীবনচিত্র
  9. ফুটবল
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও গ্যালারি
  13. রাজনীতি
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অনন্যার কবিতা ” ভালোবাসার বায়না”

Agrajatra 24
জুন ২৫, ২০২১ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ভালোবাসার বায়না

অনন্যা-

আজ সকালটা একটু অন্যরকম,
খুব ইচ্ছে করছে নূপুর পায়ে হাঁটতে,
তুমি কি আমায় এক জোড়া নুপুর দেবে,
না, খুব দামি কোন নুপুর আমার চাই না,
তোমার পরিয়ে দেয়া ঘাসের নূপুরেই আমি খুশি!

একজোড়া ঝুমকো কানে দিতে ইচ্ছে হচ্ছে
তুমি আমায় ঝুমকো দেবে তো,
না না,স্বর্ণের ঝুমকো লাগবে না,
তোমার হাতে পরিয়ে দেয়া ফুলের ঝুমকোতেই আমি খুশি!

দুহাত ভরে চুড়ি পড়তে ইচ্ছা করছে আজ,
তুমি আমায় চুড়ি কিনে দিও,
না না, স্বর্ণের চুড়ি চাইনা আমি
সস্তায় রং বেরংয়ের রেশমি চুড়িতেই আমি বড্ড খুশি,

তোমার কাছে দামী কিছুই চাইনা আমি
তুমি ভালোবেসে আমার হাতটা ধরো,
একজীবনের জন্য হাতে হাত রাখো,
আমি সারাজীবন ভালোবেসো তোমার হয়েই রবো।