ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
২২শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ ৫ই জুন ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আলোচিত সংবাদ
  5. ক্রিকেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. জীবনচিত্র
  9. ফুটবল
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও গ্যালারি
  13. রাজনীতি
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শেষ খেয়া

Agrajatra 24
আগস্ট ৩১, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

. শেষ খেয়া
কবি মানস বিশ্বাস নিরব

ভুলে কি গেছো প্রিয়!স্মৃতি কুড়ানো বসন্তের কথা।
নাকি,শত অভিমানে লুকিয়ে রেখেছো মনের ব্যথা।
মনে কি পড়ে না তোমার! অতীতের কোন সময়ে কথা?
কত বর্ষায় ভিজেছিনু দুজনে, স্মৃতিতে আজও তা রয়েছে গাঁথা।

ভুলে কি গেছো,তোমারি প্রিয় শরৎ বিকালের কথা।
আমারি হাতে রেখে হাত, বলছিলে, তুমি কতনা কথা ;
আজ কোন নিয়তি কিসের বলে করেছে তোমায় পাষাণ।
বিচ্ছেদ কি তোমার নিয়তির বিচারের শ্রেষ্ঠ সমাধান?

শেষ খেয়ারি যাত্রী, আমি, আর তো সময় বেশি নাই।
খোদাই দিয়েছে ডাক, এই; পার্থিব ছাড়তে হবে, তাই
মগ্ন তুমি আজ, আছো হয়তো কোন সুখের লালসায়!
সুখে থেকো, প্রিয়; অন্য কারো বুকে, বড় অট্টালিকায়।

লেখক পরিচিতিঃ
কবি মানস বিশ্বাস খুলনার বটিয়াঘাটা উপজেলায় ২০০০ সালে ১৪ এপ্রিল মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। তার পিতৃনিবাস খুলনা জেলার ডুমুরিয়ায় উপজেলায়। ২০১১ সালে পূর্ব -পাতিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনি পাশ করেন। পরবর্তীকালে ঝালকাঠি জেলার রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ২০১৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এস এসসি পাশ করেন। সরকারি বঙ্গবন্ধু কলেজ খুলনা ২০১৯ সালে বিজ্ঞান
বিভগ থেকে জিপিএ ৫ পেয়ে এইচ এসসি পাশ করেন।