রিপোর্টঃ সুজন তালুকদার –
দিনের পর দিন ঘুরেও জামানত ফেরত না পেয়ে কত টাকা ঘুষ দিলে তারা সমাধান পাবেন এ বিষয়ে জানতে চেয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর শুনানির আবেদন করে একটি লিখিত অভিযোগ করেছেন জগন্নাথপুর উপজেলার বিশ্বনাথ বাজার ও লামাকাজী বাজারের ২ ইজারাদার নেপুর দাস এবং মোঃ ছায়াদ মিয়া। অভিযোগ পত্রে তারা উল্লেখ করেন- ১৪২৭ বাংলা সনে তারা বিশ্বনাথ ও লামাকাজী বাজারের ইজারাদার ছিলেন। কিন্ত বিভিন্ন দপ্তরে ঘুরেও বার বার নিরাশ হয়েছেন জামানতের টাকা ১০ মাসেও ফেরত না পেয়ে। এ বিষয়ে দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন জানান এ দুই ইজারাদার।