ময়মনসিংহের গফরগাঁওয়ে বানার নদীতে ডুবে তানিশা(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার টাংগাবর ইউনিয়নের আংগারি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত আনিশা ওই এলাকার আঃ রাজ্জাকের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,আনিশা বাড়ির পাশে বানার নদীর পাড়ে বসে খেলা করছিলো।এসময় অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে যায়।সাঁতার না জানায় সে নদীর পানিতে ডুবে যায়।খোঁজ পেয়ে স্বজনরা নদীতে খোঁজাখোজি করে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর ঘটনাটি নিশ্চিত করে।