আসাদ তালুকদারঃ
সোমবার (১৩ জুন) বন্যা রানী শীল (২০) নামে গৃহবধূ আত্মহত্যা করেছে। সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচার্যপাড়ার রতন চন্দ্র শীলের মেয়ে ও নেত্রকোণা জেলা সদরের নাগড়া মহল্লার তরুণ চন্দ্র শীল ( ৩০) এর স্ত্রী।
সোমবার মাগরিবের আজানের পর আনুমানিক ৭ টায় বসতঘরে কেউ না থাকায় ঘরের সিলিংয়ে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর নিয়ে জানা যায়, শ্বাশুড়ির সাথে কথা কাটাকাটির জের ধরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সে আত্মহত্যা করেছে।
নিহতের বাবা রতন চন্দ্র শীল বলেন, “এ ব্যাপারে আমার কোন অভিযোগ নাই।”
নেত্রকোণা মডেল থানার এস. আই আশরাফ জানান, নেত্রকোণা মডেল থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ নেত্রকোণা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।