মিজানুর রহমান, সিলেট ইনচার্জঃ-
হবিগঞ্জ পৌরসভার পার্কিং ফি নাম্বার প্লেইটবিহীন টমটম, মিশুক এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে পৌরকর্তৃপক্ষ। সম্প্রতি অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরপরিষদের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা এ অভিযান শুরু করেছে।
পৌরসভার পার্কিং ফি নাম্বার প্লেইটবিহীন বহিরাগত টমটম হবিগঞ্জ পৌরসভার নির্ধারিত হলুদ রং দিয়ে শহরে চলাচল করছে – যা সম্পূর্ণ বেআইনী। হবিগঞ্জ শহরবাসীকে যানজটের ভোগান্তি হতে মুক্ত করতে পার্কিং ফি নাম্বার প্লেইটবিহীন অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে পৌরকর্তৃপক্ষের মাধ্যমে।
এ ব্যাপারে পৌর এলাকায় চলাচলকারী ব্যাটারী চালিত টমটম, মিশুক ও অটোরিক্সা মালিক ও চালকদের প্রতি পার্কিং ফি নাম্বার প্লেইটবিহীন টমটম হবিগঞ্জ শহরে প্রবেশ না করানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে ।