স্টাফ রিপোর্টারঃ সজীব হোসেন
নারায়ণগঞ্জের ফতুল্লার পুলিশ লাইন এলাকায় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে কারখানাটির শ্রমিকরা সড়ক আবরোধ করে মিছিল করেছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পুলিশ লাইন এলাকায় এ বি নিটওয়্যার কারখানার শ্রমিকরা এই মিছিল করেন। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, কিছুদিন আগে কারখানার স্টাফদের সাথে শ্রমিকদের কথা কাটাকাটির এক পর্যায়ে একদল শ্রমিক মিলে কারখানার স্টাফদের মারধর করেন।
তাই কারখানার মালিকপক্ষ আজ অনির্দিষ্টকালের জন্য কারাখানা বন্ধ ঘোষণা করেন। এবং যে পর্যন্ত কারখানায় শৃঙ্খলা ফিরে না আসবে সে পর্যন্ত কারখানা বন্ধ থাকবে এবং শ্রমিকরা পাওয়া টাকা ফেরত পাবে না বলেও একটি নোটিশে জানান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক বশির আহম্মেদ জানান, ‘শ্রমিকরা কারখানার স্টাফদের মারধর করেছিল। তাই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দিয়েছে। এতে ক্ষুব্ধ শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করে, যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।