সাইফুল আফ্রিদি (মহেশখালী)
কক্সবাজারের মহেশখালীতে বৃহস্পতিবার (১১আগষ্ট) বিকেল তিনটায় নুর হোসেন নামে ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর হোসেন হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামি চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা,অপহরণ,অস্ত্র ও পুলিশের ওপর হামলার মামলাসহ মোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। তারমধ্যে অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থানায় মুলতবি আছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।