রিপোর্ট – মোঃ আবু তালেব
১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে আওলাদে রসুল, আওলাদে গাউছেপাক ড. সৈয়দ শামীম উদ্দিন মোনায়েমি (মু.জি.আ.) “রাসুল (দ.) বিনে আল্লাহর নৈকট্য লাভ অসম্ভব।”
ভারতের বিহার রাজ্যের পাঠনা খানাকায়ে মোনায়েমিয়া পাকবাজ দরবার শরীফের সাজ্জাদানেশীন, বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, পীরে তরিকত, আওলাদে রসুল, আওলাদ গউছেপাক, হযরতুল আল্লামা প্রফেসর ড. সৈয়দ শামীম উদ্দিন আহমেদ মোনায়েমি (মু.জি.আ.) চন্দনাইশের ঐতিহাসিক কাঞ্চননগর জাঁগাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ ময়দানে ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের ৬ ষ্ট দিনের কর্মসূচীতে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেছেন, রাসুলেপাক (দ.) বিনে আল্লাহর নৈকট্য লাভ অসম্ভব। তিনি রাসুল (দ.) এর পদর্শিত পথকে আলিঙ্গন করে পবিত্র কোরআন, হাদিস শরীফ ও আল্লাহর অলিয়ে কামেলদের দেখানো সত্য ও সুন্দর পথে চলার জন্য সকল মোমিন মুসলমানকে আহ্বান জানান। তিনি আরো বলেছেন,আল্লাহর রাসুল (দ.) এর জন্ম ও ওফাত দিবস স্মরণে সকল ঈদের সেরা ঈদ ( ঈদে মিলাদুননবী) মাহে ১২ রবিউল আউয়াল কে স্মরণ পূর্বক মহাসমারোহে সকলে পালনের মাধ্যমে ঈমানী দায়িত্ব পালনের আহ্বান করেছেন । ঐতিহাসিক কাঞ্চননগর জাঁগাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী মমতাজি (মু.জি.আ.) সভাপতিত্বে এই নুরানী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা,আওলাদ রসুল,আওলাদে গওছেপাক আল্লামা প্রফেসর ড. সৈয়দ শামীম উদ্দিন আহমেদ মোনায়েমি (মু.জি.আ.)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরতুল আল্লামা মুফতী মীর মুহাম্মদ আলাউদ্দিন আলকাদেরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মুফতি আলী আহমদ মমতাজি, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজাদা মাওলানা খাজা মোবারক আলী, শাহাজাদা মাওলানা মোহাম্মদ মনজুর আলী, শাহাজাদা মাওলানা মুহাম্মদ মতি মিয়া মনসুর, শাহাজাদা মাওলানা মোদাচ্ছের হাশেমী, শাহাজাদা মাওলানা মুহাম্মদ আহসান আলী, মাওলানা মীর মুহাম্মদ মঈন উদ্দিন, শাহাজাদা মাওলানা মুহাম্মদ হাসান আলী, শাহাজাদা মাওলানা মোহাম্মদ তাহসিন আলী, মাওলানা অলি আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুস শুক্কুর, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম প্রমূখ।