মোঃ রানা আহমেদ ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহ সদরের তালসার রোডের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মটরসাইকেল আরোহী নিহত।
নিহতরা হলেন মহেশপুর মালাধর পুর গ্রামের আব্দুল আলিমের ছেলে শাহপরান হোসেন (১৮) এবং অপরজন হলেন শাহ্ পরানের ফুফাতো ভাই আল-মাহামুদ নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধায় হাজিডাঙ্গা গ্রামের বালুর মাঠে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়,
শাহপরান ও আল মাহামুদ মামাতো ফুফাতো ভাই ডাকবাংলা বাজারের পাশ্ববর্তী শাহ্ পরানের বোনের বাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর- সাইকেল রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক শাহ পরানের মাথায় ও নাকে-মুখে গুরুতর জখম হয় এবং অপর জনও গুরুতর জখম হয়।
স্থানীয়রা উদ্ধার করে,কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান শাহপরান কে মৃত ঘোষণা করেন। অপর জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ট করলে পথ্যিমধ্যে বারবাজার নামক স্থানে পৌছালে মারা যান।