স্টাফ রিপোর্টার: আসন্ন ২৮ ই ডিসেম্বর চালনা পৌরসভা নির্বাচনে নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে চালনা পৌরসভ আওয়ামীলীগের আয়োজনে নৌকা প্রতীকের বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিতহয়।
গত ১৪ ই ডিসেম্বর রোজ সোমবার বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী সনত কুমার বিশ্বাস এর পক্ষে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে হাজারো নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে চালনা বৌমার গাছতলা দালীয় কার্যালয়ের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল এর সভাপতিত্বে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক অমরেশ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বি এম এ সলাম, সাবেক যুম্ম সাধারন সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাবেক সদস্য জয়ন্তী রানী বিশ্বাস, শিউলি সরোয়ার, আ’লীগ নেতা শেখ হাদি উজ্জামান হাদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পান খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল কাদের, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ রিপোর্টার্স ক্লাব সভাপতি অনিমেষ বিশ্বাস,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগেরযুগ্ম সাধারণ সম্পাদক তানভীর রহমান আকাশ, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক এ্যাড. অসীম কুমার বৈদ, দাকোপ উপজেলা শ্রমিকলীগ সভাপতি গোবিন্দ বিশ্বাস, সেচ্ছা সেবকলীগ সভাপতি জি,এম রেজা সহ জেলা, উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক, ইউ,পি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার মন্ডল।