ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাঁদবা এক্তারপুর গ্রামের মেয়ে মনোয়ারা (৩২) এবং কাঁঠালিয়া গ্রামের বধূ । তার স্বামী শুকুর আলী (৪০) তাকে হত্যা করেছে বলে জানা গেছে।আজ আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন । জানা যায় বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের কারণে তাকে অনেক মারধর করা হয় এবং মাথা দেওয়ালের সাথে বাড়ি লাগার পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেইখানে তিনি, চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। উনি পূর্বেও তার স্ত্রীকে বিভিন্ন ভাবে মারধোর করতো বলে জানা গেছে। মারা যাবার পর তাকে বাড়ি নেওয়ার জন্য এম্বুলেন্সে তুলে দেওয়ার পর তার স্বামী পলাতক। বর্তমান তার মৃতদেহ তার বাবা (আমসার) এর বাড়িতে অর্থাৎ চাদবা এক্তারপুর গ্রামে আছে।
সেখানে পুলিশ আসে এবং বিষয়টা তদন্ত করে দেখছেন বলে জানায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।