ফেনী প্রতিনিধি:-
ফেনী,পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শওকত হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ তহিদুল ইসলাম এর সার্বিক সহায়তায় এসআই(নিঃ)/মোঃ মোস্তাক চৌধুরী, এএসআই(নিঃ)/রেজাউল আলম, এএসআই(নিঃ)/রাশেদুল আলম সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ দাউদ নবী (২৭), পিতা- বেলাল হোসেন, মাতা- ফাতেমা আক্তার স্থায়ী : গ্রাম- দক্ষিন গুথুমা (মোস্তফা ভান্ডারীর বাড়ী) , উপজেলা/থানা- পরশুরাম, জেলা-ফেনীর হেফাজত হইতে ০৪ (চার) বোতল ফেন্সিডিল সহ পরশুরাম থানাধীন পরশুরাম পৌরসভার ০৬নং ওয়ার্ড সাবেক মেয়র আবু তালেব এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে উপরোক্ত আসামীদেরকে ধৃত করা হয়। উক্ত বিষয়ে এএসআই/মোঃ রেজাউল আলম বাদী হইয়া মাদক আইনে এজাহার দায়ের করিলে উক্ত আসামীর বিরুদ্ধে অত্র থানায় একটি মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
**মাদককে না বলি- মাদকমুক্ত দেশ গড়ি- মাদক বিক্রয় ও সেবন হইতে বিরত থাকি**
*আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই*
”মাদক বিরোধী অভিযানে পুলিশকে সহযোগীতা করুন”