ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
“পাবলিক টয়লেটের জরাজীর্ণ অবস্থা, জনদূর্ভোগ সৃষ্টি” এই শিরোনামে গত ২ই মার্চ বিভিন্ন অনলাইন পত্রিকা ও প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর ৩নং ওয়ার্ডে অবস্থিত মেইন বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটটির পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, তাদের নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে উক্ত পাবলিক টয়লেটের যথাযথ সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১১ই মার্চ) সকালে সংস্কারের কাজের উদ্বোধন করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সুব্রত চক্রবর্তী, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সোহেল আরমান সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও স্থানীয় এলাকাবাসী। এবিষয়ে মেয়র জানান,এখন থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনসাধারনের নাগরিক সেবা নিশ্চিত করার জন্য নিঃস্বার্ধ কাজ করে যাবো বলে জানান তিনি এবং পৌরবাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
পৌর ৩নং ওয়ার্ডবাসীর উন্নয়ন ও জীবনযাত্রার মান নিশ্চিত করার লক্ষ্যে মৃত্যুর আগ পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যাবেন বলে জানান, ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জাহিদ হোসেন।এসময় তিনি ওয়ার্ডবাসীর কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।